নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি, এ অবস্থায় শেষ পর্যন্ত নির্বাচন করতে পারবো কি না জানি না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
এরশাদ বলেন, ‘নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি। সবসময় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে প্রশাসনে রদবদল করা হয়, এটি এখনও করা হয়নি।মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ বাড়ানোর দাবি করেছিলাম তা বাড়ানো হয়নি। অবরোধ চলছে। এমন পরিস্থিতিতে মনোনয়ন পত্র জমা দেওয়া সম্ভব হবে কী না জানিনা।’
তিনি আরও বলেন, ‘আমি ভেবেছিলাম নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলে সব দল আসবে, কিন্তু সব দল আসছে না। আশা করেছিলাম রক্ত ঝরবে না। কিন্তু এরইমধ্যে ১৬ জন মানুষ মারা গেছে। শেষপর্যন্ত নির্বাচনে যেতে পারবো কী না তা জানিনা।’
নির্বাচনের সময় সেনাবাহিনীকে ম্যাজেস্ট্রেসি ক্ষমতা দেওয়া হলে নির্বাচন গ্রহণযোগ্যতা পেতে পারে বলেও মত দেন এরশাদ।
সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, ‘সরকার তাদের বহু মামলা প্রত্যাহার করেছে। কিন্তু আমার একটা মামলাও প্রত্যাহার করেনি।’
আজ থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আর আমাদের সঙ্গে নেই বলেও ঘোষণা দেন তিনি।
No comments:
Post a Comment