ঢাকা: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় কনভেনশন অনুষ্ঠান নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রশাসন।
রবিবার বিকেল ৩টার পূর্বঘোষিত এই কনভেনশনে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তৃতা করার কথা রয়েছে।
কিন্তু, সকাল ১০টা থেকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য কনভেনশনের ভেন্যু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ঘিরে রেখেছে। ডিএমপি এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকায় কনভেনশন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন তেজগাঁও অঞ্চলের উপ-পুলিশ কমিশনার।
এদিকে, কনভেনশনের ভেন্যুর অনুমতি বাতিলের কথা জানিয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ।
অন্যদিকে, বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে যথাসময়ে কনভেনশন অনুষ্ঠানের কথা জানিয়েছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় কনভেনশনের আহ্বায়ক রুহুল আমিন গাজী।
প্রসঙ্গত, ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে বলে জানান।
ডিএমপির ঘোষণার পর রবিবারই প্রথম সরকারবিরোধী ব্যবসায়ীদের সংগঠন সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এই জাতীয় কনভেনশনে প্রশাসন কর্তৃক বাধা দেয়ার ঘটনা ঘটলো।
m~Î:
আরটিএনএন
No comments:
Post a Comment