Saturday, 19 October 2013

শেখ হাসিনা প্রধান থাকলে নিরপেক্ষ নির্বাচন অসম্ভব: বি. চৌধুরী

 

   


ঢাকা: নির্বাচনকালীন সময়ে বর্তমান প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব করতে পারেন না বলে মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

শনিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।

বি. চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তার সর্বদলীয় সরকারের প্রস্তাবে নিজেই প্রধান থাকবেন বলে বলা হচ্ছে। এটা হলে তার অধীনে নিরপেক্ষ নির্বাচন করা অসম্ভব এবং অবাস্তব।

তিনি বলেন, ‘কারণ বর্তমান সরকারের জনপ্রিয়তার নিরিখে এ ধরনের মন্ত্রিসভা গঠন করলে তাতে সরকারি দল ৪০টির বেশি আসন পেতে পারে না এবং প্রধানমন্ত্রীও মন্ত্রিত্ব করতে পারেন না।’

এ সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনই সমস্যা সমাধানের একমাত্র পথ বলে জানান তিনি।

বিকল্প ধারা সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর এই সর্বদলীয় সরকারের প্রস্তাব অস্পষ্ট ও ধোয়াচ্ছন্ন। প্রধানমন্ত্রীর ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, তার উল্লেখ নেই। কয়জনের মন্ত্রিসভা হবে এবং এর মধ্যে বিরোধী দলের জন্য কত ভাগ সংরক্ষিত থাকবে, ভাষণে এর উল্লেখ নেই।

তিনি বলেন, বিরোধীদলীয় সদস্যদের মধ্য থেকে যাদের মন্ত্রী করা হবে, তাদের দপ্তর বণ্টন কীভাবে হবে, তা বলা হয়নি। সংসদ কখন বিলুপ্ত হবে, ভাষণে তার উল্লেখ নেই। কখন এই ‘তথাকথিত’ অন্তর্বর্তী সরকার শাসনভার গ্রহণ করবে, তাও বলা হয়নি।
m~Î: আরটিএনএন

No comments:

Post a Comment