Saturday, 19 October 2013

নিজামীর পক্ষে সাফাই সাক্ষ্য শুরু সোমবার

            

                             ২০ অক্টোবর,২০১৩  
ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ দিন ধার্য করে।

রবিবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে গত ৮ অক্টোবর নিজামীর সাফাই সাক্ষ্য শুরু করতে ২০ অক্টোবর দিন ধার্য করে দিয়েছিল ট্রাইব্যুনাল।

ওইদিন আসামিপক্ষের করা ৭টি আবেদনের মধ্যে ৫টি আবেদন খারিজ করে এবং দুইটি আবেদন গ্রহণ করে ট্রাইব্যুনাল। অন্যদিকে প্রসিকিউশনের করা একটি আবেদন গ্রহণ করে ট্রাইব্যুনাল।

গত ৬ অক্টোবর নিজামীর পক্ষে ১০ হাজার ১১১ জনের মধ্যে ২৫ জন সাফাই সাক্ষীর অনুমতি চেয়ে আবেদন করে আসামিপক্ষ। ট্রাইব্যুনাল তাদের মধ্যে থেকে চারজন সাক্ষীকে সাক্ষ্য দেয়ার অনুমতি দেয়।

গত ৫ অক্টোবর নিজামীর বিরুদ্ধে এ মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানের জেরা সম্পন্ন হয়। তাকে জেরা করেন নিজামীর আইনজীবী মিজানুল ইসলাম।






















মাওলানা নিজামীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাসহ ২৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনালে।                                              m~Î:  আরটিএনএন





















No comments:

Post a Comment