শিল্পাঞ্চল আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় নতুন ঘোষিত বেতন কাঠামোর সঠিক নির্দেশনা দেয়ার দাবিতে বিক্ষোভসহ কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ার নরসিংহপুর এলাকার ইয়াগী জাপান বাংলাদেশ গামের্ন্ট লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় ঢোকার পর কাজে যোগ না দিয়ে মজুরিবোর্ড ঘোষিত গ্রেড বাস্তবায়নের দাবিতে শুরু করে কর্মবিরতি।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টা পর্যন্ত শ্রমিকরা কাজে না ফেরায় কারখানাটিতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
অপরদিকে টঙ্গাবাড়ী এলাকায় আগুনে পুড়ে যাওয়া মণ্ডল গ্রুপের পোশাক কারখানা মণ্ডল ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানা শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে আসলে কারখানাটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও মেরামতের জন্য দুই দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এছাড়া আশুলিয়ার জিরাবো এলাকার বন্ধ থাকা ইন্ট্রাকো সোয়েটার লিমিটেড কারখানাটি বৃহস্পতিবা খুলে দেবার কথা থাকলেও শেষ পর্যন্ত খোলেনি। বন্ধের নোটিশ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানালে কাজে যোগ দিতে আসা শ্রমিকরা ফিরে যায়।
শিল্প পুলিশ-১’র পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকরা শ্রমিকরা মজুরিবোর্ড কর্তৃক ঘোষিত গ্রেডিং পদ্ধতি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিসহ বিক্ষোভ করলে কারখানাগুলো ছুটি ঘোষণা করেছে তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ র্যা ব ও বিজিবির টহল অব্যাহত রয়
No comments:
Post a Comment