Wednesday, 6 November 2013

৩য় দিনেও সারাদেশে ১৮ দলের ডাকে ৬০ ঘন্টার হরতাল সফলে সিলেট মহানগর শিবিরের মিছিল-সমাবেশ



নেতৃবৃন্দকে মুক্ত না করা পর্যন্ত জনতার এই আন্দোলন চলবে
------------আনোয়ারূল ওয়াদুদ টিপু
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আনোয়ারূল ওয়াদুদ টিপু বলেছেন- ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ জামায়াত-–শিবিরের কেন্দ্রীয় র্শীষ নেতৃবৃন্দ আজও বিনা কারনে কারাগারে বন্দী। আজ দেশের মানুষ তত্বাবধায়ক সরকারের দাবীতে যেভাবে রাস্তায় নেমে এসেছে ঠিক তেমনি ভাবে জামায়াত-শিবিরের র্শীষ নেতৃবৃন্দকেও মুক্ত দেখতে চায়। সিলেটবাসী তাদের প্রান প্রিয় নেতা ডা.শফিকুর রহমান ও এড.এহসানুল মাহবুব জোবায়ের সহ সকল রাজবন্দীকে মুক্ত করে ও তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহার করেই এখন ঘরে ফিরবে। আজ আওয়ামীগ সরকার র্নিদলীয় তত্বাবধায়ক সরকার প্রশ্নে ভীত। দেশের মানুষ এখন এই অসাংবিধানিক ও অবৈধ সরকারকে আর এক মুহুর্তও দেখতে চায় না। তারা এখন সর্বদলীয় সরকারের নামে নিজেদের ক্ষমতায় ঠিকিয়ে রাখার ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশের মানুষের দাবীকে উপেক্ষা করে নিজেদের অধীনে নির্বাচন দিতে চায়। যা দেশবাসী অনেক আগেই প্রত্যাখান করেছে। সুতরাং দেশবাসী এদেশে তত্বাবধায়ক ছাড়া কোন নির্বাচন হতে দিবে না।

তিনি বুধবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত ১৮ দলের ডাকে এই অবৈধ সরকারের পদত্যাগ ও তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রর্বতনের দাবীতে সোমবার থেকে সারাদেশে ৬০ ঘন্টার হরতাল সফলে এর ৩য় দিনে বিশাল মিছিল-সমাবেশে সভাপতির বক্তব্যে উক্তÍ কথা বলেন।
সিলেট মহানগর সেক্রেটারী আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ এর পরিচালনায় আয়োজিত মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক সিলেট মহানগরীর সভাপতি মাহমুদুর রহমান দিলওয়ার, সিলেট মহানগর অর্থ সম্পাদক মুহিবুর রহমান, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক ফখরূল আলম সেলিম, প্রচার সম্পাদক সোহেল আহমদ, ছাত্র কল্যান সম্পাদক জোবায়ের আহমদ, মাদ্রাসা ছাত্র আন্দোলন সম্পাদক আব্দুল আজিজ, এমসি কলেজ সভাপতি নজরূল ইসলাম প্রমুখ।

তিনি ১৮ দলীয় জোটের ডাকে অবৈধ সরকারকে উৎখাত ও তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রর্বতনের দাবীতে সোমবার থেকে সারাদেশে ৬০ঘন্টার হরতাল সফল করার জন্যে সিলেটের সর্বস্তরের ছাত্র-জনতা, শিক্ষক, সুশীল সমাজ, চাকুরীজীবি, পেশাজীবি, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, পরিবহন মালিক সমিতি, ব্

No comments:

Post a Comment