মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হচ্ছে রাত ১২টা ১মিনিটে।
এ অবস্থায় কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে শুরু করে নাজিমউদ্দিন রোডসহ পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও র্যাব সদস্যরা।
বাইরের কোনো গাড়ি ওই এলাকায় ঢুকতে দেয়া হচ্ছে না। জেলগেট সংলগ্ন এলাকায় সাধারণ জনগণকে দাঁড়াতে দেয়া হচ্ছে না। এছাড়া পুলিশের পক্ষ থেকে আশপাশের প্রতিটি বাড়ি-ঘরের আলো নিভিয়ে থাকতে বলা হচ্ছে।
উপ-পুলিশ কমিশনার সাংবাদিকদের জানিয়েছেন, কাদের মোল্লার ফাঁসি কার্যকরের কারণে ব্যাপক নিরাপত্ত ব্যবস্থা নেয়া হয়েছে। দায়িত্বরত পুলিশ সদস্যরা পুরোপুরি সতর্ক অবস্থানে আছেন। কাদের মোল্লার ফাঁসির পর তার লাশ স্বজনদের হাতে দেয়া পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হবে।
No comments:
Post a Comment