Tuesday, 10 December 2013

আল্লাহু আকবার

আল্লাহু আকবার

শয়তানের দল আল্লাহ্‌ সুবহানাহু তায়ালার একজন নগণ্য বান্দা ও গোলাম মোল্লা সাহেবের জীবনের গ্যারান্টি দিয়েছিল ১১ ডিসেম্বর ১২ টা ১ মিনিট পর্যন্ত। আর সেই বান্দার মালিক ও সাড়া জাহানের মালিক আল্লাহ্‌ সুবহানাহু তায়ালা অন্য একটি সময় অন্য একটি দিনকে সেই বান্দার মৃত্যুর সময় ধার্য করেছেন, যা একমাত্র তিনিই জানেন। আর এই ঘটনা দেখে বিশ্বাসী হৃদয়ে প্রশান্তি অনুভব হবে এই ভেবে যে দেখ শয়তানের দল তোদের দাম্ভিকতা আর হিংসার কি পরাজয়। 

মৃত্যু হবেই, শহীদি মৃত্যু যেন আমাকে আমার রব দান করেন। আমীন।

No comments:

Post a Comment