Tuesday, 10 December 2013

মৃত্যুর ফায়সালা জমিনে হয়না হয় আসমানে

মৃত্যুর ফায়সালা জমিনে হয়না হয় আসমানে
কোন সময়ের ফ্রেমে কারো মৃত্যুকে নির্ধারিত করা যায়না
মৃত্যু কারো নির্ধারিত নিয়ম মানেনা 
আল্লাহর নির্দেশই মৃত্যু কার্যকর হয়
ইসলামী আদর্শের অগ্রসৈনিক আবদুল কাদের মোল্লার ক্ষেত্র এর ব্যতিক্রম নয়
তার জন্য আল্লাহর পক্ষ থেকে যা নির্ধারিত ঠিক তাই হবে, এর বেশী কিছু নয়।

আমরা তাঁর উপর আস্তা রাখি
তিনিই আমাদের সহায়
হাসবুনাল্লাহু নে’য়মাল ওয়াকিল নেয়মাল মাওলা ওয়া নে’য়মান নাসির
আল্লাহু’য়াকবার!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment