Tuesday, 10 December 2013

@এ রায় কি জাতিকে কলঙ্ক মুক্ত করবে না কি কলঙ্কিত করবে জাতির বিবেকের কছে আজ প্রশ্ন???



আজ রাত ১২.১ মিনিটে কাদের মোল্লার ফাসির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। এ থেকে ইতিহাস দায় মুক্ত হবে নাকি ইতিহাস কে দায়বদ্ধ করা হয় । এনিয়ে পরস্পর বিরোধী অবস্হানে জামাত-শিবির ও সরকার। জামাত শিবিরের দাবি কাদের মোল্লা কে রিভিউ ফিটিশন করতে না দিয়ে জুডিসিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। তার আইনজীবীরা বার বার সংবিধানের দোহায় দিয়ে বার বার তাকে রিভিউ আবেদন করার সুযোগ দিতে সরকার কে বলেন। কিন্তু সরকার তাকে রিভিউ করার সুযোগ নাদিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য বলে। কিন্তু কাদের মোল্লা তা নাকোচ করে দেন।
এরপর থেকে নানা গুন্জন সৃষ্টি হয় । এই বুঝি রায় বাস্তবায়ন হয় । কয়েকদিন পর আমাদের বিজয় দিবস । এই নিয়ে রায় তাড়াতাড়ি বাস্তবায়ন করতে সরকার উঠেপড়ে লেগেছে। যে কোন মূল্যে একাত্তরে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কাদের মোল্লার বাস্তবায়ন চায় । এর প্রেক্ষিত্রে সংবিধান না মেনে এ রায় বাস্তবায়ন হলে দেশের বয়াবহ আবস্হা সৃষ্টি হবে বলে হুশিযারি উচ্চারণ করেন জামাতের নেতারা ।
ফ্যান পোষ্ট

No comments:

Post a Comment