Tuesday, 10 December 2013

১. "আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?"
--- সূরা আত্ব-ত্বীনঃ ৮

২. "আল্লাহ ফয়সালা করেন সঠিকভাবে, আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে ডাকে, তারা কিছুই ফয়সালা করে না। নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন।"
--- সূরা আল-মু'মিন/আল-গাফিরঃ ২০

৩. "আমি কেয়ামতের দিন ন্যায়বিচারের মানদন্ড স্থাপন করব। সুতরাং কারও প্রতি জুলুম হবে না। যদি কোন আমল সরিষার দানা পরিমাণও হয়, আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্যে আমিই যথেষ্ট।"
--- সূরা আল-আম্বিয়াঃ ৪৭

৪. "তোমরা মনের কথা প্রকাশ কর কিংবা গোপন কর, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন। আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান।"
--- সূরা আল বাক্বারাহঃ ২৮৪

৫. "তারা চক্রান্ত করেছে আর আল্লাহও কৌশল অবলম্বন করেছেন। বস্তুতঃ আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কুশলী।"
--- সূরা আ-লি ইমরানঃ ৫৪

৬. "অতএব, তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশী কাঁদবে।"
--- সূরা আত-তাওবাহঃ ৮২
ফ্যান পোষ্ট
Like ·  ·

No comments:

Post a Comment