Tuesday, 10 December 2013

ইসলামী আন্দোলনের ভাইয়েরা ধৈর্য ধারন করুন


---------------------------------------------------------
ইসলামী আন্দোলনের সকল ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা ধৈর্য ধারন করুন। আমরা কেউই কাদের মোল্লা স্যারের এই অন্যায়, জোড়পূর্বক ও বেআঈনী মৃত্যুদন্ড মেনে নিতে পারছি না। কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। ভুলে যাবেন না যে, শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল।

কোনও সন্দেহ নাই যে কাদের মোল্লা স্যারের মৃত্যু হবে শহীদি মৃত্যু ইনশাআল্লাহ। আর শহীদি মৃত্যু হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীদের নিকট আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় পুরষ্কার। কাদের মোল্লা স্যারকে শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারনে ও জামায়াতে ইসলামকে নেতৃত্বশূণ্য করতেই এই যুদ্ধপরাধ নাটক সাজিয়ে সরকার সমাজের ইসলামী নেতৃবৃন্দকে মৃত্যুদন্ড দিতে চাচ্ছে।

প্রকৃতপক্ষে সরকারের পঞ্চ-ইন্দ্রীয় শূণ্য হয়ে গেছে। সরকার ভুলে গেছে সকল বিচারকের মহা বিচারক আল্লাহ, তিঁনিই সর্বশক্তিমান, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে পৃথিবীতে কিছুই হয় না। তিঁনি অপরাধীদেরকে সুযোগ দেন যেন তাদের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় অতঃপর তিঁনি অপরাধীদের রজ্জু টেনে ধরেন; মহা পবিত্র কুরআনের বাণী এইগুলো।

শেষ বিচারের দিনই প্রমাণ হবে কে আসল অপরাধী, সেদিন কোনও শক্তিই অপরাধীদের বাচাতে পারবে না।

অপেক্ষা করুন, সরকার নিজের পাত ফাদে নিজেই পা দেবে ইনশাআল্লাহ।

No comments:

Post a Comment