Monday, 28 October 2013

শেষ দিনের হরতালেও সহিংসতা, ককটেলে ওসি আহত






নির্বাচনকালীন নির্দলীয় সরকার পুনর্বহালে ১৮ দলের তৃতীয় ও শেষ দিনের হরতালও সহিংসতার মধ্যদিয়ে শুরু হয়েছে। দেশজুড়ে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে পিকেটারদের ককটেলে রাজধানীর হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

ধানমন্ডি এলাকায় কয়েকজন পিকেটার জড়ো হলে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের ধাওয়া দেন ওসি মাইনুল। এ সময় তাদের লক্ষ্য করে পিকেটাররা ককটেল নিক্ষেপ করলে ওসি আহত হন।

কাঁঠালবাগান এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সকালে রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায় একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ভোরে তেজগাঁও কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে ভাঙচুর ও আগুন দেয় পিকেটাররা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

No comments:

Post a Comment