Sunday, 20 October 2013

চাঁদপুরে মিলনসহ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে তিন মামলা



তারিখঃ২০/১০/১৩
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, চলাচলে বিঘ্ন সৃষ্টি, পুলিশের কাজে বাধা, পুলিশের উপর হামলা এবং যানবাহন ভাংচুরের অভিযোগে শনিবার রাতে কচুয়া থানায় এসব মামলা করা হয়। তিনি বলেন, “তিনটি মামলাতেই মিলনসহ ১৪/১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত হিসেবে আরো তিন থেকে সাড়ে তিনশ লোককে আসামি করা হয়েছে।”কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলাল কারাবন্দি অবস্থায় শুক্রবার কুমিল্লার একটি হাসপাতালে মারা যায়। দুলালকে নির্যাতন করে হত্যার অভিযোগে কচুয়া উপজেলা বিএনপি শনিবার সকাল-সন্ধ্যা এই হরতাল ডাকে। হরতালের সময় কচুয়ার তেঘুরিয়া এলাকায় বিএনপি কর্মীরা রাস্তা অবরোধ করে যানবাহন ভাংচুরের চেষ্টা চালায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ঢিলও নিক্ষেপ করে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ায় ৮ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

No comments:

Post a Comment