Sunday, 20 October 2013

''শিবিরের তরুণ ছেলেটিকে নির্মম নির্যাতন করে পঙ্গু করে দেয়া হয়েছে'' -- বেগম খালেদা জিয়া

''শিবিরের তরুণ ছেলেটিকে নির্মম নির্যাতন করে পঙ্গু করে দেয়া হয়েছে'' -- বেগম খালেদা জিয়া

শিবির সভাপতি দেলোয়ারের ওপর নির্মম নির্যাতন করায় সরকারের তীব্র সমালোচনা ও নিন্দার পাশাপাশি তাদের মুক্তির দাবি করেছেন খালেদা জিয়া।

রোববার সন্ধ্যায় চীনমত্ত্রি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মিলিত পেশাজীবী পরিষদের কনভেনশনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘শিবিরের তরুণ ছেলেটিকে নির্মম নির্যাতন করে পঙ্গু করে দেয়া হয়েছে, শিবির সভাপতি দেলোয়ারের কি দোষ ছিল? সে তো কোন অন্যায় করেনি। তরুণ এই ছেলেটি তার দলের জন্য কাজ করেছে। এটা কোন দোষের নয়।

দল করা, কিংবা দলের হয়ে কাজ করা গণতান্ত্রিক অধিকার। তিনি বলেন, এদের কোন অপরাধ নেই, অপরাধ করছেন আপনার। ভয় করুন, উপরে একজন বিচারক আছেন।

No comments:

Post a Comment