২০ অক্টোবর: আবারো মহাজোটে থেকেই আগামী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ।
রবিবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ শীর্ষ নেতাদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠকের একটি সূত্র জানিয়েছে।
এর আগে শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে জাপা চেয়ারম্যান এরশাদ বলেছেন, ২৫ তারিখের পর তিনি মহাজোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এর একদিন পরই জাপা চেয়ারম্যানকে মহাজোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসভবনে চলমান রাজনৈতিক পরিস্থিতি, মাহজোটে থাকা না থাকা নিয়ে আলোচনা ও নৈশভোজের আমন্ত্রণ জানান।
রবিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বৈঠক শুরু হয়। চলে রাত ৮টা ৫৮ মিনিট পর্যন্ত।
বৈঠকে থাকা আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর একজন সদস্য জানিয়েছেন, আওয়ামী লীগ সভানেত্রী ধারাবাহিকভাবে শরিক এবং অন্যান্য দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে। এরই অংশ হিসাবে জাতীয় পার্টির সঙ্গে তিনি বৈঠক করলেন। এরশাদের সঙ্গে আলোচনা ফলপ্রসু হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন- তার দল মহাজোটেই থাকবে।
এর আগে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে অংশ নিতে রোববার রাত সাড়ে সাতটার দিকে ১৪ সদস্যের প্রতিনিধিদল নিয়ে গণভবনে যান জাপা চেয়ারম্যান। এই প্রতিনিধিদলে নেই এরশাদপত্মী রওশন এরশাদ।
শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে রোববারের নৈশভোজের আমন্ত্রণ জানানো হয়।
রোববার সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে এরশাদ গণভবনে প্রবেশ করেন। এ সময় এরশাদের গাড়ির সামনের সিটে ছিলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পাশের সিটে ছিলেন মহাসচিব রুহুল আমীন হাওলাদার।
পরে একে একে প্রবেশ করেন অন্য নেতারা। সবার শেষে প্রবেশ করেন সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ। ১৫টি গাড়ির বহর নিয়ে এরশাদ গণভবনে প্রবেশ করেন।
নৈশভোজে অংশ নেয়া ১৪ নেতা হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, বাণিজ্য মন্ত্রী জিএম কাদের, মোস্তাফা জামাল হায়দার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ব্রিগেডিয়ার অব. কাজী মাহমুদ হাসান, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশিদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, ফকির আশরাফ, আবু হোসেন বাবলা, এস এম ফয়সল চিশতী, মেজর অব. খালেদ ।
এর আগে গণভবনে প্রবেশ করেন আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ দলের আরো কয়েকজন নেতা।
No comments:
Post a Comment