Friday, 25 October 2013

রাজশাহীতে ১৮ দলের সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত রাজশাহী অফিস




রাজশাহী মহানগরীতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী কলেজ চত্বরে পুলিশি বেষ্টনির মধ্যেই ১৮ দলের সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে সরকারকে 'অবৈধ' উল্লেখ করে অবিলম্বে পদত্যাগের দাবি জানানো হয়। সেই সঙ্গে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনোভাবেই বিএনপিসহ ১৮ দল নির্বাচনে যাবে না। সমাবেশ থেকে একরতরফা নির্বাচন প্রতিহতের ঘোষণা দেন রাজশাহী ১৮ দলের নেতারা। তারা দেশব্যাপী ১৮ দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও জুলুম-নিপীড়ন বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে রাজশাহীসহ সারাদেশ অচল করে দেয়ার হুমকি দেয়া হয়। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বের করেন ১৮ দলের নেতাকর্মীরা। মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলসহ সকল সংহযোগী সংগঠনের নেতাকর্মীদের চেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি ছিল বেশি। বিক্ষোভ মিছিলটি নগরীর সোনাদিঘীর মোড় ও সাহেববাজার জিরো পয়েন্ট, গণকপাড়া ও বাটার মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় রাজশাহী কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় সহিংসতার আশঙ্কায় মিছিলের সামনে ও পেছনে এবং সড়কের মূল পয়েন্টের দু'ধারে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিছিল সমাবেশ শেষ হয়েছে। এর আগে সকালে শর্তসাপেক্ষে তাদের সমাবেশ করার অনুমতি দেয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর সভাপতি মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি মেয়র ও বিএনপির কেন্দ্রীয় সদস্য মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, রাজনৈতিক সেক্রেটারি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম ও মাইনুল ইসলাম প্রমূখ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি শফিউল আলম বুলু, যুগ্ম-সম্পাদক খন্দকার ওয়ায়েস করনি, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফিক, শাহ্ মখদুম থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মতিন, মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সুইট, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ মইনুল হোসেন চৌধুরী শান্ত প্রমুখ। অন্যদিকে পূর্ব ঘোষণা সত্ত্বেও শুক্রবার নগরীতে সমাবেশ করেনি ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। আশঙ্কা সত্ত্বেও নাশকতা করেনি শিবির।

No comments:

Post a Comment