Friday, 25 October 2013

আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়



ঈদ ও পূজার ছুটি শেষে আগামীকাল (রবিবার) থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। দুর্গাপূজা ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হওয়া এ ছুটি শেষ হয় গত ২৪ অক্টোবর। তবে শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয় নিয়মিত বন্ধ থাকায় একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে রবিবার থেকে। তবে ২০ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এ তথ্য নিশ্চিত করেছেন।

জনসংযোগ দফতর জানায়, আগামী রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস-পরীক্ষা চলবে। তবে ১৮ দলের ডাকা তিন দিনের হরতালের কারণে ক্লাস-পরীক্ষা হবে কিনা এ নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা।

এদিকে ছুটি শেষে হলগুলোতে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।

No comments:

Post a Comment