
সকালে স্থানীয় লোকজন তাদের ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের জবাই করা লাশ দুটি উদ্ধার করে।
নিহতেরা হলেন- মীর শামসুল হক ও তার স্ত্রী নারগিস নাহার বেগম।
স্থানীয়রা জানায়, মীর শামসুল হক ও নারগিস নাহার দুজনেই বাড়িতে থাকতেন। তাদের দুই মেয়ে ও এক ছেলে ঢাকায় থাকে।
সকালে কাজের লোক বাড়িতে গিয়ে ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীদের জানালে তারা পুলিশকে খবর দেয়।
পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীর জবাই করা লাশ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে এ জোড়া খুনের ঘটনা ঘটতে পারে।’
তবে তদন্তের পরই আসল ঘটনা জানা যাবে বলে তিনি জানান।
ওসি বলেন, ‘রাতে কিংবা আজ ভোরের যে কোনো সময় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে।’
ঘরের মালামাল তছনছ এবং স্টিলের আলমারির ড্রয়ার ভাঙা দেখা গেছে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
নিহত শামসুল হক নৌ-বাহিনীতে চাকরি করতেন। বেশ কয়েক বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন। আর নারগিস নাহার বেগম গৃহিনী ছিলেন।
No comments:
Post a Comment