Saturday, 26 October 2013

সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে রাজধানীসহ সারাদেশে সমাবেশ সফল করায় অভিনন্দন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন গণদাবিতে পরিণত হয়েছে -রফিকুল ইসলাম খান




১৮ দলীয় জোটের ঘোষিত ২৭ অক্টোবর রোববার সকাল ৬টা থেকে ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত লাগাতার হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল শুক্রবার বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি সরকারের হুমকি-ধমকি, রক্তচক্ষু, গ্রেফতার অভিযান, অত্যাচার, নির্যাতন ও ১৪৪ ধারা উপেক্ষা করে রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৮ দলীয় জোটের ঘোষিত জনসভা-সমাবেশের কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং ১৮ দলীয় জোটের নেতা-কর্মীসহ দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে বলেন, সারা দেশে সরকারি দলের সন্ত্রাসী বাহিনীর চোরাগুপ্তা হামলা ও মিরপুর পূর্ব থানার ৩ জন জামায়াত কর্মীকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মারধর করে পুলিশের হাতে সোপর্দ করার ও কাফরুলে ৩ জন গ্রেফতার হওয়া এবং পুলিশের গুলীতে কক্সবাজারে ৩ জন ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জে ১ জন বিএনপি কর্মী এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় পুলিশের গুলীতে জামায়াত কর্মী মুসলিম উদ্দিন নিহত ও ৯ জন আহত এবং সাতক্ষীরায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় জামায়াত কর্মী শফিকুল ইসলাম নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। নিহতদের রূহের মাগফিরাতের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেন এবং তাদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, গতকালকের সভা-সমাবেশের কর্মসূচি সফল করে দেশের জনগণ সর্বদলীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রস্তাবকেই সমর্থন করেছে। দেশের জনগণ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। দেশের শতকরা ৯০ জন মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। দেশের জনগণ জাতীয় সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে প্রহসনের একতরফা নির্বাচন প্রতিহত করবে।

রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার সংসদ বহাল রেখে একতরফা নির্বাচনের ষড়যন্ত্র বাস্তবায়নের উদ্দেশ্যে সারা দেশে ব্যাপক গ্রেফতার অভিযান চালিয়ে এ পর্যন্ত বিরোধীদলের হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। এ ধরনের আন্যায় কর্মকা- থেকে বিরত থাকার জন্য তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

বিরোধীদলের নেতা বেগম খালেদা জিয়ার পেশকৃত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত ট্রাইব্যুনাল ভেঙ্গে দিয়ে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ ১৮ দলীয় জোটের সকল নেতা-কর্মী ও আলেমগণকে মুক্তি প্রদান করে জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে পদত্যাগ করার জন্য তিনি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। সেই সাথে ১৮ দলীয় জোটের উদ্যোগে ঢাকা মহানগরীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসভা থেকে ঘোষিত ২৭ অক্টোবর রোববার সকাল ৬টা থেকে ২৯ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত লাগাতার হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

No comments:

Post a Comment