বিডিব্রেকিং২৪ডটকমঢাকা: বিক্ষিপ্তভাবে ভাঙচুর, মিছিল ও ককটেল নিক্ষেপে চলছে ১৮ দলের টানা ৬০ ঘন্টার হরতালের প্রথম দিন।রোববার ভোর থেকে সহিংস ঘটনা ঘটেছে। এই পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সকালে মিরপুর-২ এলাকায় প্রশিকা ভবনের সামনে সকাল সাড়ে ছয়টায় হরতালের সমর্থনে শিবিরের একটি মিছিল বের হয়। পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।পরে সেখান থেকে ৮জনকে আটক করা হয়।
হরতালের সমর্থনে ১৮ দলীয় জোটের ব্যানারে মিছিল করেছে পল্লবী থানা।
মিছিলটি পল্লবীর কালসিতে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিলটি নেতৃত্বদেন জামায়াত নেতা রিয়াজুল ইসলাম, শহীদ হসেন, রেজাউর রহমান, বিএনপি নেতা জাহাঙ্গির হসেন প্রমুখ।
সকাল ছয়টায় তেজগাঁওয়ে চ্যানেল টোয়েন্টিফোরের গলিতে মিছিল করে যুবদল। রাস্তায় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হয়নি।
সাড়ে সাতটায় শ্যামলীর রিংরোডে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়।
রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ডে সকাল সাড়ে ছয়টার দিকে দুটি রিকশা ও একটি অটোরিকশায় আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এর কিছু পরে নিউমার্কেটের কাছে চারটি গাড়ি ভাঙচুর করা হয়। একই সময় রাস্তায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
গাবতলীতে বিআরটিসি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ২টি বাস সম্পূর্ণ পুড়ে যায়।
যাত্রাবাড়ীর ধোলইপাড় এলাকায় সকাল সাড়ে সাতটায় একটি ঝটিকা মিছিল বের করেছে সেচ্ছাসেবক দল। এ সময় তারা একটি ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি রিকশা ভাঙচুর করে।
No comments:
Post a Comment