Wednesday, 30 October 2013

কার্যালয়ের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইসির চিঠি ।



অবশেষে নাটকের ফলাফল আসতে শুরু করেছে । সারা দেশে সরকারী- বেসরকারী প্রতিস্ঠানে ককটেল বিস্ফোরণ করিয়ে এখন সরকারী নিরাপত্তা দাবী তুলে নির্বাচনের আগে সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে নেয়ার কটুকৌশল সম্পন্ন হতে চলেছে ।

আওয়ামী লীগ সরকার নিজের বুদ্ধিমান মনে করে আর সেজন্য তারা সবসময় পানি ঘোলা করেই পান করে ।

তারা মনে করে একমাত্র তারাই শ্রেষ্ঠ । আর কেউ তাদের কৌশল ধরতে পারবে না । দেশের জনগন বোকা । তারা কিছুই বুঝে না ।
কিন্তু জনগনের চোখে একবার ধুলি দেয়া যায় বার বার নয় , এটা হাছিনাকে মনে রাখা উচিৎ ।

No comments:

Post a Comment