Sunday, 3 November 2013

হরতাল সমর্থনে সারাদেশে শিবিরের বিক্ষোভ

   
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতাল সমর্থনে রাজধানীসহ সারাদেশের মহানগর, শহর ও জেলা শাখায় বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

রোববারের এসব মিছিল সমাবেশে আইন-শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, রাজধানীর খিলগাঁও এলাকায় সকাল ৮টায় হরতালের সমর্থনে মিছিল ও রাজপথ অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। শাখা সভাপতি রাশেদুর হাসান রানার নেতৃত্বে মিছিলটি খিলগাঁও তালতলা মার্কেটের সামনে থেকে শুরু হয়ে ভ’তের আড্ডা হোটেলের সামনে গিয়ে শেষ হয়।

এসময় রাস্তা অবরোধ করে নেতাকর্মীরা। এতে আরও উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারী রেজাউল হক রিয়াজ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সাহিত্য সম্পাদক তুজাম্মেল হক, প্রচার সম্পাদক আব্দুল কাদের প্রমূখ।

হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা। শাখা সভাপতি রাকিব মাহমুদের নেতৃত্বে একটি মিছিল সকাল ১০টায় রাজধানীর বাড্ডা শাহজাদপুর এলাকা থেকে শুরু হয়ে উত্তর বাড্ডা গিয়ে শেষ হয়।

এসময় রাজপথ অবরোধ করে রাখে শাখার নেতাকর্মীরা। এতে পুলিশ বাধা দিয়ে সংঘর্ষ হয়। এখান থেকে পুলিশ ২ কর্মীকে আটক করে।

এসময় আরও উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারী এম ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, অফিস সম্পাদক হাসনাইন, বায়তুলমাল সম্পাদক তারিক হাসান প্রমূখ।

টানা ৬০ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীর সায়দাবাদ এলাকায় মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ। সকাল সাড়ে ৬টায় শাখা সভাপতি শাহিন আহমেদ খানের নেতৃত্বে একটি মিছিল সায়দাবাদ ব্রিজ থেকে শুরু হয়ে দলপুর গিয়ে শেষ হয়।

এসময় বিক্ষোদ্ধ নেতাকর্মীরা রাজপথ অবরোধ করে। এতে আরও উপস্থিত ছিলেন, শাখা সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভ’ইয়্যা, প্রচার সম্পাদক আ স ম মুসা প্রমূখ।

হরতালের সমর্থনে রাজধানীর মিরপুর এলাকায় মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। শাখা সেক্রেটারী তামিম হোসেনের নেতৃত্বে বিকাল ৪ টায় একটি মিছিল মিরপুর কমার্স কলেজের সামনে থেকে শুরু হয়ে ষ্টেডিয়ামের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে আরও উপস্থিত ছিলেন, শাখার সাংগঠনিক সম্পাদক মোজাহীদুল ইসলমা, প্রচার সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ।

পুরান ঢাকায় হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে সেখানে পুলিশের গুলিতে একশিবিরকর্মী গুলিবিদ্ধ ছাড়াও কয়েক নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার বিকাল ৫টায় রাজধানীর ধোলাইখালে এই মিছিলে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় সভাপতি মনিরুজ্জামান শামীম, সেক্রেটারি খালেদ মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মু. দাইয়ান সালেহিন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র আন্দোলন সম্পাদক নূর মোহাম্মাদ, দপ্তর সম্পাদক মু. আতিকুর রহমান প্রমুখ।

টানা ৬০ ঘন্টার হরতালের সমর্থনে ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি তারেক আব্দুল্লাহ-এর নেতৃত্বে রাজধানীতে হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি সকাল সোয়া ৮টায় মহাখালী ওয়ারলেস থেকে শুরু হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শেষ হয়।

এ সময় হরতাল সমর্থকরা রাস্তা অবরোধ করে। এতে শাখার সাংগঠনিক সম্পাদক হাসান মু ইউসুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হরতালের সমর্থনে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। সকাল ১০টায় শাখা সভাপতি সালাহউদ্দিন আইয়্যুবির নেতৃত্বে একটি মিছিল সিটি কলেজের সামনে থেকে শুরু হয়ে রাজপথ অবরোধ করে। এতে শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।

রাজধানীশহর ঢাকা ছাড়াও টানা ৬০ ঘণ্টার হরতালের সমর্থনে সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও অবরোধ কর্মসূচী পালন করেছে ইসলামী ছাত্রশিবির।

জানা গেছে, সিলেটে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে সিলেট মহানগরী শাখা ছাত্রশিবির। কুষ্টিয়া শহরে বিক্ষোভ করেছে ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখা। রংপুর মহানগরীতে ৬০ ঘন্টা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে রংপুর মহানগরী শাখা ছাত্রশিবির।

এছাড়াও হরতালের সমর্থনে ভোলা জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রশিবির ভোলা জেলা শাখা।

No comments:

Post a Comment