Sunday, 3 November 2013

অনিশ্চিত সংলাপ ॥ জনগণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে




প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার মধ্যে ৩৭ মিনিটের ফোনালাপের পর অনেকটাই নিষ্প্রভ হয়ে গেছে সংলাপ প্রসঙ্গ। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোন সংলাপ হবে এমনটি এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। এমতাবস্থায় বিরোধী দল আবারো ৬০ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে। তাতে স্পষ্ট হয়ে উঠেছে যে, সংলাপ বা উদ্ভূত সমস্যার কোন শান্তিপূর্ণ সমাধান হচ্ছে না।

রাজপথেই সমাধানের পথ বেছে নিতে হচ্ছে। জনগণের হাতেই চলে যাচ্ছে সংকট উত্তরণের দায়িত্ব। বিদেশী কূটনীতিকদের দৌড়-ঝাঁপ অব্যাহত থাকলেও তা খুব একটা কাজে আসবে না বলেই ধারণা করছে পর্যবেক্ষক মহল। ভারত মার্কিন মত গ্রহণ না করা ও ভারতীয় সার্বিক সমর্থন নিশ্চিত থাকার পর ক্ষমতাসীনরা ক্ষমতায় থেকেই নির্বাচন করতে দৃঢ়প্রতিজ্ঞ আর বিরোধী দল কেয়ারটেকার সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাবে না এবং এরূপ নির্বাচনের আয়োজন হলে তা প্রতিরোধের ঘোষণা দিয়েছে। এই অবস্থায় বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব জনগণের ওপরই বর্তাচ্ছে। আর জনগণও অতীতের মতোই সংকট সমাধানে এগিয়ে আসার জন্য উন্মুখ হয়ে আছে। সার্বিক পরিস্থিতি এখন সেদিকেই যাচ্ছে।

No comments:

Post a Comment