সাভারে গোয়েন্দা কার্যালয়ে সহকর্মীর গুলিতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তার নাম ইউনুস হোসেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে সহকারী উপ পরিদর্শক পদে কর্মরত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার বিকেলে সাভার থানা রোড এলাকায় বিসমিল্লাহ টাওয়ারে অবস্থিত ডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ভিন্ন অঞ্চলে কর্মরত এক পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ হবার ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কার্যালয়ে হঠাৎ গুলির শব্দ শোনা যায়।পরে পুলিশের পোশাক পরা এক কর্মকর্তাকে ওই কার্যালয় থেকে গুলিবিদ্ধ অবস্থায় বের করে আনা হয়।
গুরুতর অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যান।
এ ঘটনা সম্পর্কে দায়িত্বশীল গোয়েন্দা কর্মকর্তারা কোনো কথা বলতে না চাওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।
No comments:
Post a Comment