Monday, 11 November 2013

জাতিকে বিভক্তিও করছে। -মাসুদ সাঈদী

প্রত্যেক বিবেকবান মানুষই আশা করেন
অপরাধী যে বা যিনিই হোন না কেনো তার
বিচার হোক এবং অপরাধের দন্ড ভোগ করুক।
তবে সে বিচারটি হতে হবে অবশ্যই
নিরপেক্ষ এবং পক্ষপাতহীনভাবে। একই
অপরাধের কারণে কেউ দন্ডিত হবে আর
কাউকে এমপি, মন্ত্রীত্ব এবং অন্যান্য
উপাধি দিয়ে পুরুস্কৃত করা হবে, এমন
বিচার শক্তি বলে করা হলেও নিয়তির
নির্মম নিষ্ঠুর অপ্রতিরোধ্য দন্ড
থেকে কেউই কোনদিন রেহাই পায়নি,
রেহাই পাবেও না।
যুদ্ধাপরাধীদের বিচারের
দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর
যে সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে অপ-প্রচার
চালানো হচ্ছে, তাদের সকল কর্মকান্ড
দেশবাসীর সম্মুখে স্পষ্ট রয়েছে। গত
কয়েকটি পার্লামেন্টে জামায়াতের
এমপিদের এবং বিগত সরকারের দুইজন
মন্ত্রীকে দুর্নীতির ছায়া পর্যন্ত- স্পর্শ
করতে পারেনি, নিজ এলাকায়
তারা সাধ্যানুযায়ী উন্নয়নমূলক কাজ
করেছেন, অর্পিত দায়িত্ব শতভাগ সততার
সাথে পালন করেছেন, এসব
বিষয়ে একটি বারও
কোনো একটি মিডিয়াতেও উচ্চারণ
না করে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তাদের
বিরুদ্ধে শুধু অপপ্রচারই চালানো হচ্ছে।
যা এই জাতিকে শুধু বিভ্রান্তই করছেনা,

No comments:

Post a Comment