ট্রাইবুনালের ভন্ডরা এবার আওয়ামী লীগের এমপি হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ।
দলীয় ট্রাইবুনালের প্রমান এবার তারা নিজেরাই দিয়ে দিল -
ট্রাইবুনাল সংশ্লিষ্টদের যারা এমপি হওয়ার লোভে
আওয়ামীলীগের মনোনয়নপত্র কিনেছেন তাদেরকে চিনে রাখুন :
ট্রাইবুনালের তদন্ত সংস্থার প্রধান আবদুল হান্নান খান (নেত্রকোনা-৫),
জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক (কিশোরগঞ্জ-৩),
প্রসিকিউটর
মোখলেসুর রহমান বাদল (কিশোরগঞ্জ-২),
সুলতান মাহমুদ সিমন (শরীয়তপুর-২),
নূরজাহান বেগম মুক্তা (চাদপুর-৫) ও
সৈয়দ সাইদুল হক সুমন (হবিগঞ্জ-৪)।
এছাড়া মনোনয়নপত্র কেনার জন্য প্রস্তুত হচ্ছে-
প্রসিকিউটর মোহাম্মদ আলী, একেএম সাইফুল ইসলাম, আবুল কালাম ও তদন্ত সংস্থার কয়েকজন কর্মকর্তা। আওয়ামী লীগনিজেদের লোক দিয়ে বিচারের নামে বিরোধী শীর্ষ রাজনৈতিক নেতাদের জুডিশীয়াল কিলিং মিশন এদেশের মানুষ কখনো সফল হতে দেবেনা ।
দেখা যাক কার দড়ি কার ভাগ্যে জুটে .... ।
No comments:
Post a Comment