Thursday, 28 November 2013

মিরপুর ১৪ নাম্বারে পুলিশ কলেজের সামনে জামায়াতের অবরোধ, রাস্তায় আগুন,সংঘর্ষ: ‪



অবরোধের ৩য় দিন মিরপুর ১৪ নাম্বারে পুলিশ কলেজের সামনে কাফরুল থানা জামায়াত রাস্তায় আগুন দিয়ে অবরোধ করে, সেখানে ৩ টি ককটেল বিস্ফোরণ ঘটে। একপর্যায়ে স্থানীয় আওয়ামীলীগের কর্মীরা দা, কুড়াল, লাঠি এবং অগ্নি অস্ত্র নিয়ে জামাআত-শিবিরের উপর হামলা করে, উভয় পক্ষ ৫-১০ মিনিট সংঘর্ষ চলে, এতে জামায়াতের ২ কর্মী আহত হয়।

পরে RAB এবং পুলিশ, গিয়ে অবরোধকারীদের ধাওয়া দিয়ে সেখান থেকে ২ জনকে আটক করেছে বলে জানায়ায়।

No comments:

Post a Comment