-
রাজধানীসহ সারাদেশে আন্দোলন জোরদার করতে এবার আন্দোলনের নতুন মাত্রা যোগ করে এগুচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ করে রাজধানী ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন ও অচল করার প্রস্তুতি নিতে নেতাকর্মীদের দলের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণা করলেই ১৮ দলের পক্ষ থেকে যে কর্মসূচির ঘোষণা আসবে মূলত তা বাস্তবায়নের জন্যই জামায়াত নেতারা তৎপর। এক্ষেত্রে বিএনপির পাশাপাশি শক্তি দেখাবে জামায়াত-শিবিরেরকর্মীরা। যেসব স্থানে বিএনপি দুর্বল সেসব স্থানে জামায়াত উদ্যোগ নিয়েই মাঠে নামাবে বিএনপি কর্মীদের। তবে বিএনপি মাঠে নামুক না নামুক ১৮ দলের ব্যানার নিয়ে রাজপথ দখলে রাখতে চাইবে জামায়াত।
জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, এরই মধ্যে ১২টি অঞ্চলে ভাগ করে দেশের প্রতিটি জেলায় সফর করেছেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা। কমপক্ষে ৪৫ দিন আন্দোলনের প্রস্তুতি নিয়ে রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
আন্দোলনের ব্যাপারে জামায়াত অতি উৎসাহী কেন জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের এক সদস্য বলেন, এ সরকার তাদের ওপর নির্যাতনের স্ট্রীম রোলার চালাতে চালাতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাছাড়া বিএনপির আন্দোলনের একমাত্র ইস্যু নির্দলীয় সরকার ব্যবস্থা। আর জামায়াতের সঙ্গে জড়িত অনেক ইস্যু। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- দলের নিবন্ধন ফিরে পাওয়া, শীর্ষ নেতা থেকে শুরু করে সারাদেশে আটককৃত নেতাদের মুক্তি।
No comments:
Post a Comment