Sunday, 10 November 2013

" মিডিয়া যখন দালালের ভূমিকায়…??? "-সরোয়ার হোসেন


- > বিএনপির হরতালে পিকেটারে দেয়া আগুনে আহত কয়েকজন লোকের উপর বেশ কয়েকদিন প্রায় সব মিডিয়াতে ফলাও করে প্রতিদিন প্রতিবেদন প্রকাশ করছে । কিন্তু গত কয়েক দিনের হরতালে পুলিশ ও আওয়ামী ক্যাডারদের হাতে গুলি খেয়ে প্রান যায় ২৬-২৭ টি নিরীহ লোকের প্রান ।
কিন্তু দুঃখের বিষয় এই যে তারা ফলাও করে আহত মানুষ-গুলির প্রতিবেদন প্রকাশ করে চলছে কিন্তু যারা পুলিশ ও আওয়ামী ক্যাডারদের দ্বারা নিহত হচ্ছে তাদেরকে নিয়ে মিডিয়ার কোন মাতামাতি নেই । মিডিয়া তাদেরকে সন্ত্রাসী, স্বাধীনতা-মুক্তিযুদ্ধ বিরোধী বলে প্রচার করছে ।
যে লোকটি মারা যাচ্ছে তার পরিবারের কি অবস্থা হচ্ছে, কিভাবে দিন-জাপন করছে তার উপর তো কোন প্রতিবেদন প্রকাশ হয়না !!!!
যারা এ হরতালে হত্যাকান্ডে অংশ নিচ্ছে তাদের পক্ষে মিডিয়া সাফাই গেয়ে রিপোর্ট করে 'আইন-শৃংখলা রক্ষার্তে তাদের নাকি বাধ্য হয়ে গুলি চালিয়েছে । "

- মিডিয়ার এ দালালিকরন গনতন্ত্রকে হত্যার সহায়ক হয়ে বাকশাল কায়েমকে আরো সামনের দিকে এগিয়ে নেয় ।মিডিয়ার এ দালালির পরিনাম তাদের ধ্বংশের পথকে তরান্বিত করে ।

No comments:

Post a Comment