মোটামুটি নতুন বাজার, গুলশান, বনানী, হাতীর ঝিল, রামপুরা, মালিবাগ, শান্তি নগর, কাকরাইল, শাহাবাগ এরপর ক্যাম্পাস হয়ে লালবাগ...
নতুন বাজারে দেখলাম মজার ঘটনা। ৭১ চ্যানেলের এক সাংবাদিক দেখলাম ট্র্যাফিকের সাথে কথা বলতে, এর কিছুক্ষণের মধ্যে বাড্ডার দিক থেকে যে রাস্তা এয়ারপোর্টের দিকে যাচ্ছে তা বন্ধ করে দেয়া হল। শ’খানেক রিক্সা দুইটা লোকাল বাস (তুরাগ), কিছু ঠেলা গাড়ী মিলে কিছুটা গেদারিং হলে ক্যামেরা ম্যান ব্যেস্ত হয়ে পড়লো ...
বুঝলাম জাতিরে বোকা বানানোর নির্লজ্জ প্রয়াস___
আমি তখন কল্পনা করলাম টিভি সেটের সামনে বসে চ্যানেল ৭১ দেখছি, হরতাল চিত্রের লাইভ সম্প্রচার, গোটা ঢাকা ব্যাপী যানজট, কোলাহল, ইত্যাকার চিত্র...
যাইহোক, যতটুকু বুঝলাম... নগরী কাঁদে বিষাদে, নিঃসঙ্গতার; আর মিডিয়া কান্দে হরিষে, প্রবঞ্চনার।
No comments:
Post a Comment