বিভিন্ন সূত্র থেকে নতুনদিন
জানতে পেরেছে, গ্রেফতার তালিকার শীর্ষে রয়েছেন বিএনপির
চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী ও
সাবিউদ্দিন আহমেদ। এছাড়া সম্ভাব্য গ্রেফতার তালিকায় যারা আছেন
তারা হলেন, ড.খন্দকার মোশারফ হোসেন, মীর্জা আব্বাস, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, মোয়াজ্জেম হোসেন
আলাল, মাহাবুবুদ্দীন খোকন, নাসিরউদ্দীন অসীম এবং বিএনপির দুজন
নারী সংসদ সদস্যসহ শতাধিক নেতা।
এ মুহূর্তে যাদের গ্রেফতার হওয়ার কোন আশঙ্কা নেই
বলে জানা গেছে তাদের মধ্যে আছেন বেগম খালেদা জিয়া, দলটির
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেনারেল (অব:) মাহবুব, সাদেক হোসেন খোকা, ড. মঈন খান, নজরুল ইসলাম খান,
আর এ গণি, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার (অব:) হান্নান শাহ, মারুফ
কামাল সোহেল ও রুহুল কবির রিজভী।
নতুনদিনের কয়েকটি সূত্র জোর দিয়ে বলছে, বিএনপির বেশ কিছু
নেতা তাদেরকে গ্রেফতার করার জন্যও বিভিন্ন পর্যায়ে চেষ্টা-তদবির
চালাচ্ছে। ওই সূত্রটি দাবি করে, গ্রেফতার হওয়া অন্তত দু’জন বিএনপি নেতা তদবির করে নিজেদের গ্রেফতার করাতে সক্ষম হয়েছেন।
নির্বাচনে নমিশন পাওয়ার দৌঁড়ে এগিয়ে থাকাসহ আরও আন্দোলন-
সংগ্রাম থেকে নিজেদের সরিয়ে রাখার জন্যই তারা গ্রেফতার হওয়াকেই
নিরাপদ মনে করেছেন বলে ওই সূত্র দাবি করে।
No comments:
Post a Comment