আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের কথা ভাবছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ।
আজ (সোমবার) কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শাহ নেওয়াজ বলেন, যেহেতু ভিন্ন প্রেক্ষিতে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই নির্বাচনে সহিংসতা ঠেকাতে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি এলিট ফোর্স হিসেবে সেনা বাহিনী কাজ করবে। নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের সহযোগিতার পাশাপাশি সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সেনাবাহিনী নিয়মিত বাহিনীকে সহায়তা করবে।
তিনি বলেন, যদিও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) সংজ্ঞায় সেনাবাহিনীর কথা উল্লেখ নেই। কিন্তু প্রয়োজনের তাগিদে সেনা মোতায়েনের কথা ভাবছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে শিগগিরই রাষ্ট্রপতির কাছে আবেদন জানানো হতে পারে।
এই নির্বাচন কমিশনার আরো বলেন, সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারির মধ্যেই নির্বাচন দিতে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে বাধ্য।
তিনি আশা করেন, সব রাজনৈতিক দলই নির্বাচনে অংশ নিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহায়তা করবে।
তিনি বলেন, দু-একদিনের নোটিসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে, এ ব্যাপারে যথ দ্রুত সম্ভব কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।

No comments:
Post a Comment