Sunday, 3 November 2013

আ’ লীগ এলেই সাংবাদিকরা স্বাধীনতা পায়: শেখ হাসিনা

                          প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় এলে সাংবাদিকরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পায়।

সোমবার সকাল ১১টার দিকে রাজধানীতে পিআইবির নবনির্মিত আটতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ৯৬ সালে ক্ষমতায় এসে আমরাই সাংবাদিকদের নিরাপত্তা দিই। আমরাই মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করি।

তিনি বলেন, আ’ লীগ ক্ষমতায় এলে সাংবাদিকরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পায়। আমরা সাংবাদিকদের জন্য কল্যাণ ফান্ড গঠন করেছি।

হাসিনা বলেন, আমাদের সরকারের আমলেই দেশে মোবাইল ফোন সেবা চালু করা হয়েছে। তথ্যপ্রযুক্তির উন্নয়নে দেশ ডিজিটাল হতে শুরু করেছে। দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে তথ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে। সেখান থেকে গ্রামের মানুষ বিভিন্ন সুবিধা পাচ্ছেন।

তিনি বলেন, দেশে এখন অনলাইন মিডিয়ার সৃষ্টি হয়েছে। আমরা তথ্য অধিকার আইন করেছি। সাংবাদিকদের বিরুদ্ধে মামলার পর গ্রেফতার না করে সমন জারির বিধান করা হয়েছে।

তিনি বলেন, সাংবাদিকদের গতিশীল, উদ্যোগী ও আন্তর্জাতিকমানের করে গড়ে তুলতে পিআইবি কাজ করবে।

No comments:

Post a Comment