Wednesday, 27 November 2013

টঙ্গীতে আওয়ামী লীগের মিছিলে পুলিশের গুলি, ৭ জন হাসপাতালে



টঙ্গীতে বিএনপির মিছিল ভেবে আওয়ামী লীগের মিছিলের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে ৭ গুলিবিদ্ধসহ আওয়ামী লীগের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে।

বুধবার রাত সোয়া ৮টার দিকে এঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ ৭ জনকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন- যুবলীগ নেতা দেলোয়ার, জাকির, শাহজাহান, হারুনুর রশিদ, সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম ও আলীমুজ্জামান।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিল বাজার বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ৫০/৬০ জন কর্মী টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের ধাওয়া খেয়ে বিএনপি কর্মীরা মিলগেট ঝুট পল্লীর ভেতর দিয়ে চলে যায়।

পরে আওয়ামী লীগ কর্মীরা জ্বলন্ত টায়ারের পাশে বিক্ষোভ মিছিল করছিল। সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেই মিছিলের ওপর গুলি বর্ষণ শুরু করে।

তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ ঘটনার জন্য টঙ্গী মডেল থানার ওসিকে দায়ী করেছেন।

তাদের অভিযোগ, ওসির নির্দেশে আওয়ামী লীগ কর্মীদের ওপর গুলি চালানো হয়েছে। ওসির বাড়ি নরসিংদী এবং তার বাবা ওই এলাকার বিএনপির সভাপতি বলে আহত যুবলীগ নেতা দেলোয়ার অভিযোগ করেছেন।

No comments:

Post a Comment