বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার তার বিগত ২৪ ঘণ্টার আচরণের মাধ্যমে নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছে।
তিনি বলেন, আর এ কারণে এখন অন্তিম মুহূর্তে বিরোধী জোটের নেতাকর্মীদের ওপর আক্রোশ মেটাচ্ছে।
শনিবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি-কে ড. মঈন খান এসব কথা বলেন।
কেন্দ্রীয় নেতারা গ্রেপ্তারের পর হরতাল কর্মসূচি কীভাবে বাস্তবায়ন হবে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে। কিন্তু সরকার আমাদের একের পর এক শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রত্যাখ্যান করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে। আমরা নিরুপায় হয়ে এই হরতাল দিতে বাধ্য হয়েছি।’
মঈন খান উদাহরণ দিয়ে বলেন, ‘বিরোধী জোটের নেতাকর্মীরা পুলিশের হাতে ফুল তুলে দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছিল। সেদিন কর্মসূচি শান্তিপূর্ণ ছিল, কারণ পুলিশ গুলি চালায়নি। ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা অস্ত্র নিয়ে মাঠে নামেনি।’
তিনি দাবি করেন, ‘বিগত ২৪ ঘণ্টায় সরকার যেসব কার্যকলাপ শুরু করেছে, তােত তারা স্পষ্ট পরাজয় স্বীকার করে নিয়েছে। তা নাহলে শান্তিপূর্ণ একটি অনুষ্ঠান থেকে কেন কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করা হলো? এতে প্রতীয়মান হয়, এই সরকারের অধীনে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর সম্ভব নয়।’
কেবল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মত দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এবং সরকারকে এ দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
No comments:
Post a Comment