মানব জীবনে এগুলোর প্রভাব অত্যন্ত ব্যাপক। এইসব ম্যাগাজিন ও পত্র-পত্রিকা থেকে মানুষের অনেক কিছু শিক্ষা নেয়ার কথা ছিলো। অর্থাত্ এইগুলাও ‘শিক্ষার উপকরণ’ হওয়ার কথা। কিন্তু না, এইগুলা এখন ‘চরিত্র ধ্বংসকারী ভাইরাস’।
কারণ, এগুলো এখন ‘উলঙ্গতা ও বেহায়াপনা এবং নির্লজ্জতা’ শিক্ষা দেয়। তারা আমাদেরকে ‘ফকিরের মতো ছেড়া/ছোট পোশাক’ পরে তথাকথিত আধুনিকা হতে আহ্বান করছে প্রতিনিয়তো। নতুন নতুন মডেলের পোশাক পরিহিতা বহু ‘নারী ও পুরুষরূপী জাহান্নামের লাকড়ী’ প্রদর্শন করে এইসবের মাধ্যমে।
আর এভাবেই পাশ্চাত্য মডেলের (!) সকল পোশাক-পরিচ্ছেদ নামক ‘ফকিরদের ছেড়া ও ছোট কাপড়’ মুসলিম সমাজে প্রচলন পেয়ে যাচ্ছে। আমরা তা ক্রয় করে নিজের অজান্তেই কাফিরদের অর্থনৈতিক শক্তি ও সামর্থ যোগান দিয়ে যাচ্ছি।
আমরা মুসলিম, তাই কোনো কাফিরদের পোশাক আমাদের মডেল হতে পারে না। ইসলামী পোষাকই আমাদের সর্বোত্তম মডেল।
No comments:
Post a Comment