Thursday 26 December 2013

ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পাল্টা হুমকি; প্রতিরোধ সংগ্রামীরা প্রস্তুত


আবু যুহরি
আবু যুহরি
২৬ ডিসেম্বর (রেডিও তেহরান): গাজায় হামলার পরিণতির বিষয়ে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ মুভমেন্টের প্রভাবশালী নেতা খালেদ আল-বাতশ বলেছেন, ইসরাইল হামলা চালালে পরিণতি ভালো হবে না। প্রতিরোধ যোদ্ধারা যে কোন হামলা মোকাবেলার জন্য প্রস্তুত।

তিনি বলেন, যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিবে আঘাত হানবে। এ অবস্থায় ইসরাইলের পরিস্থিতি কী ধরনের হবে, তা তাদের একবার চিন্তা করা উচিত। হামাসের মুখপাত্র সামি আবু যুহরি বলেছেন, দখলদার ইসরাইল গাজায় উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে। প্রতিরোধ আন্দোলনের সদস্যরা যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত আছে। ফিলিস্তিনি সংগঠনগুলো গাজার সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লংঘনের জন্য ইসরাইলকে অভিযুক্ত করেছে।

গত মঙ্গলবার গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি জঙ্গি বিমানের হামলায় চার বছর বয়সী শিশুসহ দুই ফিলিস্তিনি শহীদ হয়েছে। গাজায় ২০১২ সালে ৮ দিনের ইসরাইলি হামলার পর মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনি সংগঠনগুলোর সঙ্গে তেল আবিবের যুদ্ধবিরতি চুক্তি সই হয়। কিন্তু সেই চুক্তি মেনে চলছে না ইসরাইল।#

No comments:

Post a Comment