Thursday 26 December 2013

সমস্ত প্রতিবাদ উপেক্ষা করে মার্কিন ড্রোন হামলা; এবার নিহত ৪



সমস্ত প্রতিবাদ উপেক্ষা করে মার্কিন ড্রোন হামলা; এবার নিহত ৪
 সমস্ত প্রতিবাদ উপেক্ষা করে আবার পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী মার্কিন ড্রোন হামলা হয়েছে।

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহের কাছে একটি বাড়িতে মার্কিন ড্রোন থেকে দু’টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এতে নিহত হয়েছে চারজন। নিহতরা সবাই সন্দেহভাজন সন্ত্রাসী বলে কয়েকটি সূত্র থেকে দাবি করা হয়েছে।

আফগান সীমান্তবর্তী মিরানশাহ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে কুতাব খেল গ্রামে গত মধ্যরাতে এ হামলা চালানো হয়। পেশোয়ারের নিরাপত্তা কর্মকর্তারা এ হামলার কথা নিশ্চিত করেছেন। মিরানশাহের এক কর্মকর্তা জানান, হামলায় আহত এক ব্যক্তির অবস্থার গুরুতর। ড্রোন হামলায় নিহতদের পরিচয় তাতক্ষণিকভাবে জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে- তারা সবাই আফগান বংশোদ্ভূত।

পাকিস্তানের অভ্যন্তরে ড্রোন হামলা নিয়ে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে মারাত্মক টানাপড়েন রয়েছে। পাক সরকার বার বার প্রতিবাদ ও নিন্দা করলেও মার্কিন সন্ত্রাসী ড্রোন হামলা বন্ধ করা হয়নি। ড্রোন হামলা বন্ধের দাবিতে পাকিস্তানের তেহরিকে ইনসাফ দলের প্রধান ইমরান খান সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তার দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে হামলা বন্ধ না করা পর্যন্ত আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনাদের জন্য রসদ সরবরাহের পথ বন্ধ রাখা হবে।#

No comments:

Post a Comment