মিশরের সবচেয়ে জনপ্রিয় দল মুসলিম ব্রাদারহুড শুক্রবার ‘রাবা টিভি’ নামে নতুন একটি স্যাটেলাইট টিভি চ্যানেলের উদ্বোধন করেছে। তবে আপাতত তুরস্ক থেকে সম্প্রচার করা হচ্ছে চ্যানেলটি।
বিশ্ব বিখ্যাত আলেম ইউসুফ আল কারদাভির নেতৃত্বে যাত্রা শুরু করেছে রাবা চ্যানেল। মিশরের আল আহরাম আরবী পত্রিকা এ খবর জানিয়েছে।
এর আগে মিশরের ইসলামপন্থী হিসাবে পরিচিতি ১০ টি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেয় মিশর সরকার। নীল স্যাট থেকে তাদের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
১৪ আগষ্ট কায়রোর রাবা আল আদায়িয়া চত্বরের শাহাদাতকে স্মরনে রাখতে চ্যানেলটির নাম রাখা হয়েছে রাবা। মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মুক্তির দাবীতে চলা রাবা মহাসমাবেশে হামলা চালায় সেনাবাহিনী। হত্যা করে দুই হাজারের অধিক বিক্ষোভকারীকে। তারপর থেকে চার আঙ্গুলের রাবা চিহ্ন জনপ্রিয় হয়ে যায় বিশ্বজুড়ে।
মিশরের নির্বাচিত সরকারের অন্যতম সমর্থক তুরস্ক। মুরসির মুক্তির দাবীতে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগান নিজেও রাবা চিহ্ন উত্তোলন করেন। এ কারনে মিশরের সেনা সমর্থিত সরকার তুরস্কের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
মুরসিকে উৎখাতের পর ব্রাদারহুডের ‘জানুয়ারি ২৫’ চ্যানেল সহ অন্যান্য সব ইসলামি চ্যানেল বন্ধ করে দিয়েছে মিশরের অবৈধ সরকার।
মিশরের বিখ্যাত আলেম কারদাভি নির্বাচিত প্রেসিডেন্ট মুরসির উৎখাতের বিরোদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। গত মাসে তিনি মিশর সরকারের রাজনৈতিক নিপীড়নের প্রতিবাদে আল আযহারের নির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেন।
উৎসঃ টাইম নিউজ
উৎসঃ টাইম নিউজ
No comments:
Post a Comment