বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে ২০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেছে পুলিশ। মহানগর হাকিম এম এ সালামের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
২৮ নভেম্বর শাহবাগে শিশুপার্কের সামনে বিহঙ্গ পরিবহনে অগ্নি সংযোগ ও পোড়ানোর ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. শাহজাহান।
৩০ নভেম্বর মালিবাগের চৌধুরীপাড়ায় বাসে পেট্রোল বোমা মেরে একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম মিয়া।
এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে সাদেক হোসেন খোকাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করেছে র্যাাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।
র্যা বের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান এ তথ্য জানান।
তিনি জানান, সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অবরোধে গাড়ি পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা আছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে আটক করা হয়। তবে র্যা ব ও পুলিশ আটকের কথা প্রাথমিকভাবে স্বীকার করেনি।
No comments:
Post a Comment