-----------
ক্ষতি..
১. ৫টি বছর তারা স্বাধীনভাবে কাজ করতে পারে নি|
২. তাদের অধিকাংশ নেতা কর্মীরা জেলে গিয়েছে |
৩. কিছু কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন রকমের সাজা হয়েছে, যা রাজনৈতিক এবং উদ্দেশ্য মূলক, ইতিমধ্যেই প্রমাণিত |
লাভ...
১. জামাত-শিবির, ইসলামিক দল নাকি নিছক রাজনৈতিক ? এই প্রশ্নের উত্তর আদালতের রায়ের মাধ্যমেই প্রমাণিত হল | জামাত-শিবির একমাত্র আল্লাহর দিনের পথেই লড়াই করছে |
২. ইসলাম বিদ্বেষী মিডিয়ার অপপ্রচারের জবাব নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে প্রকাশ পেয়েছে|
৩. জামাত-শিবিরের আন্দোলনের নীতি, ' চরম পন্থা ও নয়, কাপুরুষি ও নয় ' তাও প্রমাণিত হয়েছে, " খালি হাতে বুলেটের সামনে দাড়ানো এবং আঘাত না করলে ফুল দিয়ে বরণ !"
৪. বর্তমানে গ্রাম এলাকায় বিনা দাওয়াতি কাজে সমর্থক বৃদ্ধি |
( মুক্তিযোদ্ধার নাতি )
No comments:
Post a Comment