গতকাল বিকেলে আসর নামাজের পর বেরহলাম হাটতে পথে পারার একছোট ভাইয়ের সাথে দেখা। কুশল বিনিময়ের পর চা খাওয়ার জন্য এক দোকানের সামনে দারালাম। আমি চা হাতে নিয়ে মোবাইলে ফেসবুক ব্যবহার করছিলাম। পাশ থেকে ছোট ভাই বলে উঠলো আমাকে একটা ফ্রেন্ড রিকুইস্ট পাঠান তো শুনে কিছুটা অবাক হলাম যে সেও ফেসবুক ব্যবহার করে। কারন সে পড়ালেখা করে না এবং একটা মোটরগাড়ির গ্যারেজে কাজ করে। তারপরেও মনকে স্বাভাবিক করার জন্য একটা কথা মনে করলাম। আমি ইদানিং লক্ষ্য করছিলাম সে আমাদের সাথে চলতে চলতে পড়ালেখার প্রতি আগ্রহী হয়ে উঠছে । যাক এবার প্রসঙ্গে আসি, আমি সার্চ দিয়ে ওর একাউন্ট বের করলাম তারপরেত আমি পুরাই টাসকি ওর প্রোফাইল দেখি লিখা আছে wark at BANGLADESH ISLAMI CHTTRASHIBIR । এতো বিস্মিতো হবার কারন হল সে আমাদের সাথে শুধু মিছিলে যায়। এতেই সে wark at BANGLADESH ISLAMI CHTTRASHIBIR লিখলো কিন্তু আমি এতো বছর শিবিরের সাথে সম্পৃক্ত থাকার পরও প্রোফাইলে এই পরিচয় বহন করলাম। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম তোমাকে কে একাউন্ট খিলে দিয়েছে ? সে উত্তর দিল কেন আমি। তারপর ভাবতেই ভাল লাগছে ও সংগঠন নিয়ে অনেক গর্ব হল।
আসলেই রাতে চিন্তা করে দেখলাম আওয়ামী সরকার গত ৫ বছরে আমাদের অনেক উপকার করেছে যেমন ঃ
১, সাহসী দল হিসেবে সবাই এখন জামায়াত-শিবিরের উপর আস্থা রাখে,
২, সমাজের রুট লেভেলে আমাদের সংগঠনকে পোছে দিয়েছে,
৩, সংগঠন থেকে সারথবাদি লোকদের আলাদা করতে সহায়তা করেছে
৪, শীর্ষ নেতাদের জেলে রেখে অন্য নেতাদের আর নেতৃতের গুণাবলী অর্জনে সহায়তা করেছে,
৫ ,জামায়াতকে আর জনগনের সাথে সম্পৃক্ত ও জনসমর্থন অর্জনে সহায়তা করেছে।
No comments:
Post a Comment