কুষ্টিয়া সদর-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের নির্বাচনী শোডাউনে ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ঘষ হয়েছে। এতে ৫ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, রোববার সকালে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল আলম হানিফ মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কুষ্টিয়া আসেন। তিনি কুষ্টিয়া পৌঁছে পিটিআই রোডে তার নব নির্মিত বাসভবনে উঠেন। এসময় শোডাউনের জন্য আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার বাসার সামনে জড়ো হতে থাকে। এক পর্যায়ে বেলা বারটার দিকে হানিফের বাসার সামনে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংর্ঘষ হয়।
No comments:
Post a Comment