কয়েকদিন আগের কথা ! পুলিশ র্যাবের সাথে আমাদের তুমুল সংঘর্ষ চলছে । প্রায় ৪ ঘন্টা চলা মুখোমুখি এই সংঘর্ষে পুলিশের সুত্রমতে যৌথবাহিনী সেদিন ব্যাবহার করেছিল প্রায় ১০ টি সাউন্ড গ্রেনেড, শতাধিক টিয়ারশেল, ৫০০ রাউন্ড রাবার বুলেট ও কমপক্ষে ১০০ রাউন্ড শর্টগানের গুলি !!! কিন্তু মহান আল্লাহর একান্ত মেহেরবানী, এই পরিমাণ মুহুর্মুহু গুলি বর্ষণের পরেও আমাদের মাত্র ২ জন ভাই সেদিন গুলিবিদ্ধ হয়েছিল, আহত হয়েছিল নগণ্য সংখ্যক ভাই, আর তেমন কোনো ক্ষয়ক্ষতি সেদিন ঘটেনি । আমি দেখেছিলাম, পুলিশের নিক্ষিপ্ত গুলীর খোসা পেছনের দেয়ালে লেগে অনবরত আমাদের পাশেই পড়ছিল । কিন্তু তা আমাদের কোনো ভাইয়ের শরীরকে স্পর্শ করেনি । অথচ আমাদের জানবাজ ভাইয়েরা তাঁদের একদম সামনে থেকেই মুখোমুখি সংগ্রামে লিপ্ত ছিল ।
অনেকে হয়তো অনেক কথাই বলবেন । কিন্তু আমি বলবো এতে অবশ্যই আল্লাহর সাহায্য বর্তমান ছিল । যদি তা না হতো, তবে সেখানে শতাধিক ভাই আহত হওয়া কোনোভাবেই অস্বাভাবিক ছিলনা । জীবনহানি হওয়ার সমূহ সম্ভাবনা ছিল । কিন্তু মহান আল্লাহ তাঁর রহমতের চাদরে আমাদের ভাইদেরকে নিরাপদে রেখেছিলেন, আলহামদুলিল্লাহ্।
বদর, উহুদ, হুনায়েনে আল্লাহর সাহায্য প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়তো আমাদের হয়নি । কিন্তু রাজপথে কঠিন মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে এরকম সাহায্য আমাদের ভাইয়েরা অনেকবারই প্রত্যক্ষ করেছে, আলহামদুলিল্লাহ্।
নিরস্ত্র, অসহায় ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য "আল্লাহর সাহায্যই" তো একমাত্র সম্বল ।
No comments:
Post a Comment