সেদিন বিএনপি কার্যালয়ে হামলা চালাতে কোনো পুলিশ যায়নি, গিয়েছে ডাকাত লুটেরা এবং সন্ত্রসী ৷ কেনো বললাম শুনুন :
ডাকাত:- এই জন্যই বললাম কারন তারা বাঁশ বেয়ে দোতলায় উঠে দরজা ভেঙ্গে কার্যালয়ে ঢুকেছে ৷ যেটা একমাত্র ডাকাতরাই করে থাকে, কোনো পুলিশ এমন করতে পারেনা ৷
লুটেরা:- এইজন্যই বললাম কারন তারা সেখনে যেয়ে লুটপাট করেছে, যেটা পুলিশ কখনই করতে পারেনা ৷ বরং পুলিশের কাজ হচ্ছে এইসব লুটেরাদের গ্রেপ্তার করা ৷
সন্ত্রাসী:- এইজন্যই বললাম কারন তারা সেখনে সন্ত্রাসী হামলা চালিয়েছে ৷ তারা সেখানে ঢুকে জরুরি আসবাবপত্র ভাংচুর করেছে, এবং কি বেগম জিয়ার চেয়ারটা ভেঙ্গে উল্টিয়ে রেখেছে ৷ কম্পিউটার ভেঙ্গে ফেলেছে ৷ এইসব কাজ পুলিশ কিংবা ডিবি করতে পারেনা, এইসব কাজ কেবলমাত্র সন্ত্রাসীরাই করে থাকে, তাই সন্ত্রাসী বললাম৷
ডাকাত:- এই জন্যই বললাম কারন তারা বাঁশ বেয়ে দোতলায় উঠে দরজা ভেঙ্গে কার্যালয়ে ঢুকেছে ৷ যেটা একমাত্র ডাকাতরাই করে থাকে, কোনো পুলিশ এমন করতে পারেনা ৷
লুটেরা:- এইজন্যই বললাম কারন তারা সেখনে যেয়ে লুটপাট করেছে, যেটা পুলিশ কখনই করতে পারেনা ৷ বরং পুলিশের কাজ হচ্ছে এইসব লুটেরাদের গ্রেপ্তার করা ৷
সন্ত্রাসী:- এইজন্যই বললাম কারন তারা সেখনে সন্ত্রাসী হামলা চালিয়েছে ৷ তারা সেখানে ঢুকে জরুরি আসবাবপত্র ভাংচুর করেছে, এবং কি বেগম জিয়ার চেয়ারটা ভেঙ্গে উল্টিয়ে রেখেছে ৷ কম্পিউটার ভেঙ্গে ফেলেছে ৷ এইসব কাজ পুলিশ কিংবা ডিবি করতে পারেনা, এইসব কাজ কেবলমাত্র সন্ত্রাসীরাই করে থাকে, তাই সন্ত্রাসী বললাম৷
No comments:
Post a Comment