Thursday 26 December 2013

বিমান ছিনতাইয়ের সব ষড়যন্ত্রই ব্যর্থ করেছে ইরান


বিমান ছিনতাইয়ের সব ষড়যন্ত্রই ব্যর্থ করেছে ইরান
 ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি)’র প্রধান মেজর জেনারেল মুহাম্মদ আলী জাফারি বলেছেন, ইসলামী বিপ্লবের পর থেকে শত্রুরা অন্তত ১৩০ বার ইরানি বিমান ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে, কিন্তু গার্ড বাহিনীর সদস্যরা তা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। শত্রুদের একটি চেষ্টাও সফল হয়নি।

বিমান ছিনতাইয়ের ষড়যন্ত্রের সঙ্গে দখলদার ইসরাইল এবং সাম্রাজ্যবাদী ও ইসলামী বিপ্লব বিরোধী শক্তি জড়িত বলে তিনি জানান। আইআরজিসি'র কাছে বিমানের নিরাপত্তার দায়িত্ব অর্পনের নির্দেশ জারির ৩০তম বার্ষিকী উপলক্ষে তিনি এসব তথ্য প্রকাশ করেছেন।

মেজর জেনারেল জাফারি বলেছেন, ইসলামী বিপ্লব সফল হওয়ার পর ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধের শেষের দিকে বিমান ছিনতাইয়ের ষড়যন্ত্র বেড়ে যায়, কিন্তু তাতে তারা সফল হতে পারেনি। শত্রুরা বিমান ছিনতাইয়ের ষড়যন্ত্র সফল করার মাধ্যমে ইসলামী ইরানের ওপর চাপ বাড়াতে চেয়েছিল।

তিনি আরো জানিয়েছেন, ইসলামী বিপ্লবের পর বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে যেয়ে আইআরজিসি’র অর্ধ শতাধিক সদস্য শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।#

No comments:

Post a Comment