গ্রেফতারকৃত শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দোলোয়ার হোসেনসহ সারাদেশে আটক নেতাকর্মীদের মুক্তি না দিলে রাজপথ ছেড়ে না যাওয়ার হুমকি দিয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আবদুল জব্বার।
শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশে তিনি একথা বলেন।
আব্দুল জব্বার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী খুনি হাসিনার হাতে এই দেশের ৫৫ হাজার বর্গ মাইলের ভুখণ্ড রক্তে রঞ্জিত। তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
তিনি বলেন, অন্যায়ভাবে ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে পঙ্গু করে রাখা হয়েছে। পুলিশী প্রহরায় বিশ্ববিদ্যালয় গুলোর ক্যাম্পাসে সন্ত্রাসী লালন করা হচ্ছে। অবিলম্বে এ সরকারকে পদত্যাগ করতে হবে।
এ সময় তিনি গ্রেফতারকৃত শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দোলোয়ার হোসেনসহ সারাদেশে আটক নেতাকর্মীদের মুক্তি না দিলে রাজপথ ছেড়ে যাবে না বলেও হুমকি দেন।
এর আগে বেলা ২টা ১৫ মিনিটে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে ১৮ দলের সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। সমাবেশ পরিচালনা করছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম।
শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশে তিনি একথা বলেন।
আব্দুল জব্বার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী খুনি হাসিনার হাতে এই দেশের ৫৫ হাজার বর্গ মাইলের ভুখণ্ড রক্তে রঞ্জিত। তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।
তিনি বলেন, অন্যায়ভাবে ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে পঙ্গু করে রাখা হয়েছে। পুলিশী প্রহরায় বিশ্ববিদ্যালয় গুলোর ক্যাম্পাসে সন্ত্রাসী লালন করা হচ্ছে। অবিলম্বে এ সরকারকে পদত্যাগ করতে হবে।
এ সময় তিনি গ্রেফতারকৃত শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দোলোয়ার হোসেনসহ সারাদেশে আটক নেতাকর্মীদের মুক্তি না দিলে রাজপথ ছেড়ে যাবে না বলেও হুমকি দেন।
এর আগে বেলা ২টা ১৫ মিনিটে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে ১৮ দলের সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। সমাবেশ পরিচালনা করছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম।

No comments:
Post a Comment