Monday, 25 November 2013

বিএনপি বসে বসে চকলেট খাবে না : ফারুক




: বিএনপির চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক সরকারকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা একতরফা নির্বাচন করবেন আর বিএনপি বসে বসে চকলেট খাবে এটাতো হবে না। যতই ষড়যন্ত্র করেন বিএনপিকে বাদ দিয়ে দেশে নির্বাচন হতে দেয়া হবে না।”


সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ধানের শীষ সমর্থক ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘জাতীয় নের্তৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে প্রতিবাদ ও নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন ।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফারুক বলেন, “খালেদা জিয়ার সমোঝোতার মানসিকতা যদি আপনি দুর্বলতা ভাবেন তবে বোকার স্বর্গে বাস করছেন।”

তিনি বলেন, “বিএনপির সিনিয়র নেতাদের জেলে রেখে আপনি যদি মনে করেন যে, খালেদা জিয়া আপনাদের কথা মানতে বাধ্য হবে তাহলে সে ধারণা ভুল।”

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ফারুক বলেন, “একতরফাভাবে সংসদ চালিয়ে গেছেন। আর এখন নিজেদের অপকর্ম দুর্নীতি ঢাকতে একতরফাভাবে ১০ম জাতীয় নির্বাচন করার পাঁয়তারা করছেন।”

বিএনপির এই নেতা বলেন, “আপনাদের এই ষড়যন্ত্র রুখতে দেশে যে হরতাল অবরোধ সৃষ্টি তার জন্য আপনারাই দায়ী থাকবেন।”

তিনি বলেন, “জনগণকে নেপথ্যের কাহিনী শুনিয়ে আন্দোলনকে বিভ্রান্ত করছেন। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমাবাজি বিএনপি করে না। আপনারা করে জনগণের কাছে বিএনপির ওপর যাতে মানুষের খারাপ ধারণা বা বিভ্রান্ত সৃষ্টি হয় সেই চেষ্টা করছেন।”

বিএনপির ভাইরাসগুলো নিয়ে সরকার নির্বাচন করার ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির এই হুইপ।

গতকালের নির্বাচন কমিশনারের দেয়া এক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। কিন্তু নির্বাচন কমিশনার যে সিডিউল ঘোষণার আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন তা কখনো আমাদের জানা ছিল না।”

তিনি বলেন, “এই নির্বাচন কমিশনার অনভিজ্ঞ। রাজনীতিবিদদের রাজনীতি পরিচালনা করার ক্ষমতা তার নেই। তারা রাস্তা থেকে বিএনএফকে তুলে নিবন্ধন দিয়েছে।”

সংগঠনের সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, বিএনপির নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক হাবীবুর রহমান হাবীব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট, ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা সুলতানা নিশিতা প্রমুখ ।

No comments:

Post a Comment