Monday, 25 November 2013

জ্বলছে দেশ



১৮ দলের আহ্বানে সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। অবরোধের কারণে আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোথাও দূরপাল্লার কোনো যান চলাচল করছে না। এমনকি নগর পরিবহনও স্থবির হয়ে আছে। ফলে জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সোমবার রাতে ৪৮ ঘণ্টার রাজপথ রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাত ৯টায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির কারণে মঙ্গলবার ভোর থেকে রাজধানীর মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী টার্মিনাল থেকে সকাল থেকে কোনো গাড়ি ছেড়ে যায়নি। পোস্তগোলা ও বাবুবাজার ব্রিজ দিয়েও কোন বাস চলাচল করছে না।

এদিকে রাজধানীবাসী সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়ে যানবাহন সংকটে বিড়ম্বনার মধ্যে পড়েন। গণপরিবহনের সংখ্যা একেবারেই কমে গেছে। প্রতিটি সড়কেই অপেক্ষমাণ যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। এ সুযোগে রিকশা, সিএনজিচালিত ট্যাক্সী ও ব্যাটারিচালিত ইজিবাইক চালকরা বেশি ভাড়ায় চলাচল করছে। রাজধানীর মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী টার্মিনাল থেকে সকাল থেকে কোনো গাড়ি ছেড়ে যায়নি।

এদিকে বিভিন্ন স্থানে রেললাইনের স্লিপার উপড়ে ফেলা, আগুন ও অবরোধের কারণে ট্রেন যোগাযোগ ব্যবস্থাও ভেঙ্গে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ইমাম বাড়িতে রেল লাইন উপড়ে ফেলায় ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় আটকা পড়া চট্টলা এক্সপ্রেসের একটি বগিতে আগুন দেয়া হয়েছে। এছাড়া ময়মনসিংহে রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলায় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামগঞ্জ রেলস্টেশনের কাছে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। পাবনার ঈশ্বরদীতে ট্রেনের বগিতে আগুন দিয়েছে অবরোধকারীরা। এছাড়া বগুড়ায় ট্রেনের ইঞ্জিন বিকল করে দেওয়া হয়েছে নৌপথেও নৌযান চলাচল বন্ধ রয়েছে।

কর্মসূচির শুরুতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। সকালে সিরাজগঞ্জে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া দেশের সর্বত্র ছোট-বড় সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

No comments:

Post a Comment